“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপিতত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুন্নাহার আক্তার, রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আরএ শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমীন রুমকি সহ অনেকেই।