নওগাঁর রাণীনগরে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান
নওগাঁর রাণীনগর উপজেলায় অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার বিকেলে উপজেলার ৫টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনির আলী আকন্দ। অভিযানের সময় রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন, আবাসিক চিকিৎসক (আরএমও) তারিকুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকার রেবেকা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বার, নাফছি ডায়াগনস্টিক সেন্টার, রাজ ডায়াগনস্টিক এন্ড কনসালেশন, বিপু ল্যাব এন্ড হসপিটাল এবং রাণীনগর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ বলেন, রাণীনগর উপজেলার ৫টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, জনবল ও সরঞ্জামের ঘাটতি দেখা যায়। যা আগামী ৭ দিনের মধ্যে কাগজপত্র সংশোধনের জন্য নির্দেশনা দেওয়া হয়। এ সময়ের মধ্যে যদি সংশোধ না হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।