প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২২, ১০:০৮ অপরাহ্ণ
নওগাঁর রাণীনগরে অতিরিক্ত ধান মজুদ করায় মিল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

নওগাঁর রাণীনগরে অতিরিক্ত ধান মজুদ করার অপরাধে মিল মালিক মুকুল হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে উপজেলার কুজাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ হাফিজুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ হাফিজুর রহমান জানান, অতিরিক্ত ধান মজুদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মিলগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে কুজাইল বাজার এলাকায় মেসার্স মুন্না-২ চাউল কল, মেসার্স সাকিদার-১ চাউল কল, মেসার্স শাকিল চাউল কল ও শাপলা ট্রেডার্সে অতিরিক্ত ধান মজুদ রাখার অপরাধে মালিক মুকুল হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, মিলগুলোতে অতিরিক্ত ধান মজুদ না করার বিষয়ে অভিযানে মিল মালিকদের সতর্ক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এ সময় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দীন, উপজেলা খাদ্য পরিদর্শক সাবরিন মোস্তারী উপস্থিত ছিলেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত