নওগাঁর রাণীনগরের ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তালা ভবনের উদ্বোধন
নওগাঁর রাণীনগর উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তালা ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রঙ্গনে নবনির্মত ভবনের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে নবনির্মিত চার তালা ভবনের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, নওগাঁ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা,
ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়ারাম সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম আকন্দ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান সেন্টু সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা।