নওগাঁর রাণীনগরের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ঘন্টাব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় আট শতাধিক মানুষ অংশ নেয়।
বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী একরামুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, সহকারি প্রোগ্রামার কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, তথ্য আপা জেবুন নেছা, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাঁদ আক্তার বানু, উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোনোয়ার হোসেন তোতা, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বেল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সৎ, নিষ্ঠাবান, শিক্ষানুরাগী ইউএনও শাহাদাত হুসেইনকে রাণীনগরবাসী হারাতে চান না। দ্রুত তার বদলির আদেশ প্রত্যাহার করে রাণীনগর উপজেলায় পূর্ণবহাল করার দাবি জানান।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনকে ঢাকা বিভাগে ইউএনও হিসাবে পদায়নের জন্য কমিশনার অফিসে ন্যস্ত করা হয়।