ধানের মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।
চুয়াডাঙ্গা জেলা সদর উপজেলার ছয়ঘরিয়া কেরুর মাঠ থেকে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। তার পরনে একটি সাদা শার্ট ও পরনে ছিল ট্রাউজার, ছিলেন। শনিবার ১২ই ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া -বড়শলুয়া সড়কের ঢমপুল নামকস্থানে পথচারীরা লাশ ছয়ঘরিয়া গ্রামের ঢমপুল কেরু আখক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। অজ্ঞাত লাশটির বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ বিষয়টি জানান।