প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২০, ৩:১২ অপরাহ্ণ
ধর্ষণের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন-সমাবেশ
সিলেটের এমসি কলেজ ও নওগাঁ দেশব্যাপি হত্যা ধর্ষণের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। ‘ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ- এখনই সময়’ ম্লোগান নিয়ে ছাত্র সমাজের আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করে সংহতি প্রকাশ করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে সারা দেশে হত্যা ও ধর্ষণের মত ঘটনা বেড়ে গেছে আশঙ্কাজনকহারে। কিন্তু এসব অনৈতিক কাজের সাথে যারা জড়িত তাদের উল্লেখযোগ্য কোন শাস্তি হচ্ছে না। বিচার না হওয়ার এক অভিনব সংস্কৃতি তৈরি হওয়ায় দেশে হত্যা ধর্ষণের মত অপরাধ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। বক্তারা উল্লেখ করে আমরা কোন রাজনীতি বুঝি না। রাজনীতির জটিল অংকও বুঝতে চাই না। আমরা চাই এক অসাম্প্রদায়িক বাংলাদেশ। যে বাংলাদেশে জাতির জনকের আদর্শ থাকবে, থাকবে সুশাসন। সিলেটের এমসি কলেজে নারী ধর্ষণসহ সারা দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ছাত্র সমাজের এই কর্মসূচি থেকে উদ্বেগ জানানো হয়। হুশিয়ারি দেওয়া হয় রাষ্ট্রের নীতি নির্ধারকরা এখনই দেশের সুনাম বিনষ্টকারী ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ছাত্র সমাজ রাজপথেই এর সমাধান খুঁজবে। চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তৌফিক শুভর সঞ্চলনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ এএএম সাইফুর রশিদ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের মহসিন কবির, প্রকৌশলী সাদ্দাম হোসেন, সংস্কৃতিকর্মি শাওন দাস, ছাত্র সমাজের প্রতিনিধি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের জনি আহমেদসহ অন্যান্যরা।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত