দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।
রোববার সকালে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের একাডেমিক ভবনের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক।
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শেখ আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউ এম মাহবুব, জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. মনিরুজ্জামান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মাহবুবা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা.হুমায়ুন কবির প্রমুখ। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একেএম হাসানুজ্জামান, জেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনার পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গর্ভধারিনী মা “শেখ সায়েরা খাতুন”-এর স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।