দোহারে প্রথম করোনা রোগী শনাক্ত

ঢাকার দোহার উপজেলায় এই প্রথম এক ব্যক্তির (৪২) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি উপজেলা সদরের দক্ষিণ জয়পাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় উপজেলা প্রশাসন ওই এলাকার ২৫টি বাড়ি লকডাউন করেছে।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, গত সোমবার করোনা উপসর্গ থাকায় দোহারের কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। মঙ্গলবার পাঠানো পরীক্ষার প্রতিবেদনে এক ব্যক্তির করোনা ‘পজিটিভ’ এসেছে। তিনি আরও জানান, আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার বলেন, মঙ্গলবার দুপুরে করোনায় আক্রান্ত ব্যক্তিকে রাজধানীর বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। করোনার বিস্তার রোধে দক্ষিণ জয়পাড়া এলাকায় বহিরাগত কাউকে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই এলাকার ২৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তির শ্বশুর বাড়িতে যাতায়াত থাকায় সেই বাড়িটিও লকডাউন করা হয়েছে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তি জয়পাড়া সদর এলাকার একটি ডায়াগনষ্টিক সেন্টারে কাজ করতেন। সেই প্রতিষ্ঠানটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে নবাবগঞ্জ উপজেলায় আরও দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা আটজনে দাঁড়িয়েছে।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, চুড়াইন এলাকার দুই ব্যক্তির নমুনা পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ এসেছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা আটজনে দাঁড়িয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *