দৈনিক সকালবেলার সম্পাদক ও প্রকাশক আর আমাদের মাঝে নেই

বাংলাদেশ সংবাদপত্র পরিষদের মহাসচিব ও ঢাকা থেকে প্রকাশিত প্রথম শ্রেণির পত্রিকা দৈনিক সকালবেলা’র সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হক আর আমাদের মাঝে নেই। আজ মঙ্গলবার আনুমানিক বিকাল ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন – (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত কিডনি এবং ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর, তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক সকালবেলা পত্রিকার যশোর অফিস প্রধান ও সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র যশোর জেলা সমন্বয়কারী জেমস আব্দুর রহিম রানা। এক শোকবার্তায় তিনি বলেন, সৈয়দ এনামুল হক সততা ও নিষ্ঠার দিক থেকে ছিলেন অনন্য। তিনি ছিলেন বাংলাদেশের সংবাদপত্র জগতের উজ্জল নক্ষত্র।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *