দৈনিক শতবর্ষে প্রকাশিত হওয়ার পর কোটালীপাড়ায় ছাত্র শিক্ষকের বিষয়টি শান্তিপূর্ণ ভাবে মিমাংস

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পিনজুরী স্কুলের ছাত্র – শিক্ষকের বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটি শান্তিপূর্ণ ভাবে মিমাংসা সম্পূর্ণ করেছে। গত ৭ মার্চ সোমবার কোটালীপাড়া থানা হলরুমে স্কুল ম্যানেজিং কমিটি ও বাদী বিবাদী এর উপস্থিতিতে এ মিমাংসা সম্পূর্ণ হয় । এ সময় পিনজুরী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি লিমা আজিজ, বাদী মকফার, বিবাদ পিনজুরী স্কুলের প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী ও ধর্মীয় শিক্ষক হাফিজুর রহমান, অহিদুল ইসলাম, শামীম মোল্লা, বাবু সহ ম্যানেজিং কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে গত ৬ মার্চ কোটালীপাড়া পিনজুরী স্কুলে মসিউর রহমান ফকির নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে মারাত্তক আহত করে প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী ও ধর্মীও শিক্ষক হাফিজুর রহমান । আহত শিক্ষার্থী মসিউর রহমান ফকির জানান সে ঐ স্কুলের দশম শ্রেনীর ছাত্র । গত ৬ মার্চ সে ক্লাস রুমের সামনে দাড়িয়ে ছিলো এসময় তাদের সহপাঠি কিছু ছাত্রী পাশ দিয়ে হেটে যাওয়ার সময় তাকে বলে সরে দাড়া এসময় মসিউর ছাত্রীদের বলে পাশে অনেক জায়গা আছে সেখান দিয়ে যেতে পারিস না । এতে ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের কাছে বিচার দিলে গত ৬ মার্চ সকালে লাইব্রেরিতে ডেকে নিয়ে প্রধান শিক্ষক নিহার রঞ্জন বাড়ৈ এবং ধর্মীও শিক্ষক হাফিজুর রহমান তাকে বেদম ভাবে বেত দিয়ে পিটিয়ে আহত করে । এ ঘটনা জানাজানি হলে গত ৭ মার্চ স্কুলের ম্যানেজিং কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাদী – বিবাদী কে নিয়ে শান্তিপূর্ণ ভাবে মিমাংসা সম্পূর্ণ করে একটি আপোষ নামা করা হয় । এ বিষয়ে ওসি ( তদন্ত) জাকারিয়া এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন – শিক্ষার্থীর পিতা একটি অভিযোগ দায়ের করেছিলো, অভিযোগটি প্রত্যাহারের জন্য একটি আবেদন করেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *