দেশে বেড়েছে শীতের তীব্রতা

এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ

দেশ জুড়ে ঘন কুয়াশার সাথে বাড়ছে হিমেল হাওয়া। ঘন কুয়াশার সঙ্গে দেশে শীতের তীব্রতা বাড়ছে। ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ। ভোরে ঘন কুয়াশায় ঢাকা থাকছে ঢাকাসহ দেশের জনপদ। খরকুটো জ্বালিয়ে কোন রকমে শীত নিবারনের চেষ্টা করছে নিম্নআয়ের মানুষ।

কিছু কিছু স্থানে দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না পাওয়ায় শীত অনুভূত হচ্ছে বেশি। শীতের তীব্রতা বাড়তে থাকায় বাড়ছে ঠাণ্ডাজনিত নানা রোগও। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে সড়কে যান চলাচল করছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ থেকে দেশের উত্তরাঞ্চলসহ বেশির ভাগ এলাকার আকাশ থেকে মেঘ সরে যাবে। কুয়াশাও কমে আসবে। এরপর শীত বাড়তে থাকবে। বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের দাপট বেশি থাকবে



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *