দেশে কোনো খাদ্য সংকট নেই,কেউ ইচ্ছা কৃত দাম বাড়িয়ে মানুষ কে নাজেহাল করছে: টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কোনো খাদ্য সংকট নেই,কেউ ইচ্ছা কৃত দাম বাড়িয়ে মানুষ কে নাজেহাল করছে। নিম্ন আয়ের মানুষদের কষ্ট বাড়িয়ে তুলেছে।

শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন এবারের নির্বাচনে অনেক চক্রান্ত-ষড়যন্ত্র ছিল। তবে যত বেশি বাধা, তত বেশি জোশ আসে সবার মধ্যে, সেটাই এবারের নির্বাচনে প্রমাণ হলো।

চক্রান্ত-ষড়যন্ত্র এখনো অব্যাহত, একদিকে খুনিদের চক্রান্ত তো আছেই। এছাড়া আমি একটা মুসলিম দেশের মেয়ে পাঁচ পাঁচবার ক্ষমতায়, সেটাও অনেকের পছন্দ নয়।

তিনি বলেন, অনেকে চেয়েছিল, হুকুমের দাস কাউকে ক্ষমতায় বসাতে। বাংলাদেশের মানুষ তার জবাব দিয়েছে। খালেদা জিয়া বলেছিল, ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আর আমি প্রধানমন্ত্রী দূরে থাক, বিরোধীদলীয় নেতাও হতে পারব না। কিন্তু তার অভিশাপ আমার জন্য আশীর্বাদ হয়ে যায়, আর সেটা তার জন্যই প্রযোজ্য হয়ে যায়।

শেখ হাসিনা বলেন, বিএনপি যে নির্বাচন করবে, তার নেতা সামনে নেতৃত্বে নেই বলে নির্বাচন করতে চায়নি, বানচাল করতে চেয়েছিল। তাদের শান্তিপূর্ণ মিছিল-মিটিংয়ে আমরা বাধা দেইনি। কিন্তু ২৮ অক্টোবর তাদের আসল রূপ বের হলো।

 

বিএনপির কার্যালয়ে তালার বিষয়ে তিনি বলেন, ‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে’ গাইতে গাইতে কী রিজভী তালা ভাঙছিল! পুলিশ তালা লাগালে তো সিলগালা থাকতো। তালাও বিএনপি নিজেরা দেয়, চাবিও নিজেরা হারায়। আসলে এই নাটকগুলো করে করে মানুষকে কিছুদিনের জন্য ধোকা দেয়া যায়, সবসময়ের জন্য না। রিজভী কি তখন ‘হাম দো নো চাবি হো’ গাইতে গাইতে তালা ভাঙছিল!

তারা বিভিন্ন ভাবে মানুষ কে ভুল বোঝাচ্ছে। তিনি বলেন দেশে কোনো খাদ্য সংকট নেই,কেউ ইচ্ছা কৃত দাম বাড়িয়ে মানুষ কে নাজেহাল করছে।

সে দিকে আমাদের নজর দিতে হবে। এসময় সারা দেশ সহ প্রতিটি অঞ্চলের তার সরকারের আমলে করা উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখার ইচ্ছা পোষণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন আমার নিজের কোনো বাড়ি গাড়ি নেই। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষে টুঙ্গিপাড়ায় চলে আসবো এবং বাড়ি এসে ভ্যানে করে সবার বাড়ি গিয়ে ঘুরবো আর খাবার খাবো।

এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবগঠিত মন্ত্রিসভার প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিজ বাড়িতে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে অনানুষ্ঠানিক এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেকর্ড পঞ্চম এবং টানা চতুর্থবার সরকার গঠন উপলক্ষে আজ সকালে তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শেখ হাসিনা সড়ক পথে দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *