দেশরত্ন জননেত্রী দেশের অহংকার শেখ হাসিনার শুভ জন্ম‌দিনের উপহার * স্বপ্ন অমরণ *

* স্বপ্ন অমরণ *

তোরা পার‌বিনা. . . পার‌বিনা আর দ‌া‌বি‌য়ে রাখ‌তে অ‌গ্নি‌শিখাকে . . .,

জ্ব‌লে পু‌রে ছারখার হ‌য়ে যা‌বি নি‌জের হিংসা আর অহংকা‌রে ।

আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বর্ণ সোপা‌নে উন্নয়‌নের যাত্রা ,

স্বাধীন বাংলার আ‌লো বাতাস তোরা পার‌বি কি কে‌ড়ে নি‌তে ?

এক‌দিন দম ফা‌ঁ‌টি‌য়ে মর‌বি তোরা নগ্ন-আধাঁ‌রে ।

আজ প্রয়োজ‌নে বঙ্গ কন‌্যা , শেখ হা‌সিনা

অ‌ক্সি‌জেন , সিডর , অ‌গ্নি‌শিখা ,

উন্নয়‌নের বদ্ধ দুয়ার উন্মু‌ক্তে এক নিরালস প্রতিমা ।

শুভ জন্ম‌দিন বঙ্গ কন‌্যা শেখ হা‌সিনা



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *