দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ
দেশব্যাপী সংখ্যালঘু নিযার্তনের বিচার না করায় এবং নড়াইলে রাতের আঁধারে হিন্দু বাড়িতে আগুন দেয়ার প্রতিবাদে বরিশালে ছাত্র,যুব সংগঠকরা নিপীড়নের বিরুদ্ধে মঞ্চ থেকে বরিশাল শহরের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে নগরীর নাজিরপুল, স্বরোড, বাজার রোড, ফলপট্টি এলাকায় পথসভা করে।
নিপীড়নের বিরুদ্ধে মঞ্চের সংগঠক কিশোর চন্দ্র বালার সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু, ৭১এর চেতনা কেন্দ্রীয় সভাপতি বাহাউদ্দিন গোলাপ, নারী সংগঠক লীলা দত্ত, যুব সংগঠক সঞ্জিব সিংহ বর্মণ, সুভাশীষ দাস, অয়ন চক্রবর্তী, জ্যাকি, অংকুর, অনিম সহ অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ছাত্রবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। বক্তারা অনতিবিলম্বে সকল সংখ্যালঘু নিপীড়নের নিরপেক্ষ তদন্ত সহ বিচার দাবী করেন, এবং স্বাধীন বাংলাদেশে ধারাবাহিকভাবে এমন সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানান। এই দেশে সম্প্রীতি বজায় রেখে বসবাস করা ও নিজ ভিটে মাটি ছেড়ে না যাওয়ার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীকে অনুরোধ জানায় বক্তারা।