দেবাশীষ মন্ডল- আশীষ পিরোজপুরের নেছারাবাদে পানির ড্রামে পড়ে শিশুর মৃত্যু
নেছারাবাদ উপজেলার কুনিয়ারি গ্রামে খেলার ছলে পানির ড্রামের মধ্য পড়ে আরিফা (৩) নামের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ নভেম্বর) বিকেলে ওই গ্রামের ঘরামী বাড়িতে এই ঘটনা ঘটে। আরিফা ওই গ্রামের দিনমজুর মোঃ ইব্রাহিম ঘরামীর মেয়ে। শিশু আরিফার আপন চাচা মোশারফ হোসেন বলেন, তার ভাইয়ের বউ রান্না করছিলেন এমন সময় পানির ড্রামের পাশে বসে খেলা করছিল আরিফা। তার মা বিকেলে উঠানে রৌদ্রে শুকাতে দেয়া জামা কাপড় আনতে যায়, ফিরে এসে দেখে তার মেয়ে পানির ড্রামের ভেতরে মাথা নিচু দেয়া অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিক তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ফিরোজ কিবরিয়া বলেন, শিশুটি হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।