পিরোজপুরের নাজিরপুরে শারদীয় দূর্গা পূঁজা উপলক্ষে রবিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা মঞ্চে মতবিনিময় সভায় মাননীয় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এ্যাড.শ.ম রেজাউল করিম (এমপি-পিরোজপুর-১) এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন এ উৎসব হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিস্টান আমাদের সকলের উৎসব। আমি মনে করি আমার মসজিদে আমি নামাজ পড়ব, আপনার মন্দিরে আপনি পূজা আর্চনা করবেন। কিন্তু আমাদের সৌভ্রাতিত্ব আমাদের সহমর্মিতা, আমাদের ভালবাসা আমাদের একটি জায়গায় বন্ধনে আবদ্ধ করেছে সেই জায়গাটার নাম হচ্ছে আমরা সকলে বাঙ্গালী।
আমাদের ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়েছিল, যে বাঙ্গালিত্বকে প্রতিষ্ঠিত করতে আমাদের ২ লক্ষ মা বোনদের সমরম দিতে হয়েছিল, আপনারা কেন ভুলে যান যে একাত্তরের জারজ সত্তা যাদের ভিতরে আছে তারাই কিন্তু আপনার বোনকে, আপনার মেয়েকে পাক হানাদারদের কাছে তুলে দিয়েছিল। নিজেদের ভিতরে কোন কলহ যেন সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্ট না করে। কোন ধর্মেই খারাপ কিছু বলা হয় নাই। সকল ধর্মের মূল কথা কিন্তু সৃষ্টির সেবা, সৃষ্টির কল্যান,অসত্বকে গ্রহন না করা সত্বকে গ্রহন করা।
উক্ত মত বিনিময় সভায় মাস্টর সুখরঞ্জন বেপারী, সভাপতি উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সভাপত্বি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসক পিরোজপুর, মোঃ সাইদুর রহমান, পুলিশ সুপার পিরোজপুর, রেবেকা খান, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ,মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা চেয়ারম্যান নাজিরপুর, মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাজিরপুর, সুরঞ্জীৎ দত্ব লিটু, ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট, বিমল কৃষ্ণ মন্ডল, সভাপতি জেলা পূঁজা উদ্যাপন পরিষদ, গোপাল চন্দ্র বসু সাধারণ সম্পাদক, জেলা পূঁজা উদ্যাপন পরিষদ, সুলতান মাহামুদ খান, সদস্য জেলা পরিষদ, আতিয়ার রহমান চৌধুরী নান্নু চেয়ারম্যান ৭ নং সেখমাটিয়া ইউনিয়ণ পরিষদ প্রমূখ। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত অনুদান সহ জেলা পরিষদ ও হিন্দু কল্যান ট্রাষ্টির পক্ষ থেকে ১২৫ টি পুঁজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এর আগে সকালে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং নাজিরপুর উপজেলা সম্প্রসারিত ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেণ।
বিকাল সাড়ে তিনটায় মাটিভাঙ্গা টু পিরোজপুর সড়কের সংস্কার কাজ সমাপ্ত হওয়ায় সড়কটি পরিদর্শন ও মাটিভাঙ্গা কলেজের সন্নিকটে উদ্বোধনী ফলক উন্মোচন ও সুধি সমাবেশে প্রধান অতিধি হিসাবে যোগদান করেণ।