প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৬:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২০, ৬:৪৪ অপরাহ্ণ
দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ এর ১৭ মার্চ থেকে ২০২১ সালের এর ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘােষণা করেছে সরকার । এই মহামানবের দেওয়া প্রতিটা ভাষণ , বক্তব্য , বিবৃতি জাতির জন্য অমূল্য রতন । বাঙালি আজও তার সেই সব কথায় দিক খুঁজে পায় । জাতির পিতার সেসব ভাষণ , বক্তৃতা বিবৃতি থেকে সংগ্রহ করে নির্বাচিত উক্তি নিয়ে মুজিববর্ষে দৈনিক শতবর্ষ এই বিনিবেদন :
দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে জাতির পিতা বলেছেন |
এখনাে কিছুসংখ্যক লােক , এত রক্ত যাওয়ার পরেও যে সম্পদ আমি ভিক্ষা করে আনি , বাংলার গরিবকে দিয়ে পাঠাই , তার থেকে - কিছু অংশ চুরি করে খায় । এদের জিহ্বা যে কত বড় , সে কথা কল্পনা করতে আমি শিহরিয়া উঠি । এই চোরের দল বাংলার মাটিতে খতম না হলে কিছুই করা যাবে না । আমি যা আনব এই চোরের দল খাইয়া শেষ করে দেবে । এই চোরের দলকে বাংলার মাটিতে শেষ করতে হবে —
৩ জানুয়ারি ১৯৭৩ বরগুনায় এক জনসভায় দেওয়া ভাষণ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত