দুর্দিনে মানুষের পাসে দারানোই আমাদের লক্ষ্য” পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা

দিন যত যাচ্ছে শঙ্কার মেঘ ততই ঘনীভূত হচ্ছে। নতুন ভোর আসছে ঠিকই কিন্তু সেখানে আশার আলোর দেখা মিলছে না। কারণ দুনিয়াজুড়ে রাজত্ব করছে করোনাভাইরাস। সময়ের পরিক্রমায় লাশের মিছিলটাও দীর্ঘ হচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোর পশ্চিমপাড় সহ বিভিন্ন জায়গায় পথচারীদের মাঝে মাক্স ও স্যানিটাইজার বিতরন করেছেন এমনই একজন মানুষ গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। আজ রবিবার সকাল ১১টায় কোটালীপাড়া উপজেলার জনগণের উদ্দেশ্যে করে বলেন, আপনারা সবাই ঘরে থাকববেন সুস্থ থাকবেন সরকারের আইন মেনে চলববেন। আপনারা পুলিশকে সহযোগিতা করবেন। এভাবেই জনগনের উদ্দেশ্যে কথা গুলি বলছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা শিদ্দিকা। এসময় আর উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলোম,কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ক্রাইম সদর সার্কলের অফিসার অপরাধ নিহাদ আদনান তাইয়ান। এছাড়াও কোটালীপাড়া থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন । গত ২৪ ঘন্টায় কোটালীপাড়া উপজেলায় ৩৭জনের নমুনা পরিক্ষা করে ২১জনার দেহে নতুন করে সংক্রমণ ধরা পরেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *