টুঙ্গিপাড়া পাটগাতি বাজার বণিক সমিতি নির্বাচনের পরে। বণিক সমিতির নির্বাচিত ব্যক্তিগণের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি শুক্রবার পাটগাতি বাজার ফার্মেসি ব্যতীত সকল দোকান বন্ধ রাখার নির্দেশ চালু হয়।
তারই পরিপ্রেক্ষিতে প্রতি শুক্রবার পাটগাতি বাজার বন্ধ থাকে। দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল শুক্রবার পাটগাতি বাজার খোলা রাখবেন বলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে পাটগাতি বাজার বণিক সমিতি।
পাটগাতি বাজার বণিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান দৈনিক শতবর্ষে কে টেলিফোনের মাধ্যমে জানান, পাটগাতি বাজার এর সকল দোকানের কর্মচারীদের ছুটির জন্য পাটগাতি বাজার বণিক সমিতি শুক্রবারে পাটগাতি বাজার বন্ধ রাখার নির্দেশ চালু করেন। দুর্গা পূজাকে সামনে রেখে পাটগাতি বাজার বণিক সমিতি এই সিদ্ধান্তে উপনীত হয় যে আগামীকাল শুক্রবার পাটগাতি বাজার এর সকল দোকান খোলা থাকবে।