দীপান্বিতা অভিনীত “আড়াল”


একজন অভিনেত্রী, শিল্পী, কবি, সাহিত্যিক অনেক গুণের অধিকারী গোপালগঞ্জের দীপান্বিতা। টিভি নাটক, শর্ট ফিল্ম, বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি, সম্প্রতি শুটিং শেষ করলেন “আড়াল” নামের মিউজিক্যাল ফিল্ম। শিহাব রিপনের গাওয়া নতুন একটা গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম আড়াল। গানটিতে মডেল হয়েছেন অভিনেত্রী দীপান্বিতা রায়। তার সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করেছেন শিমুল। “আড়াল” নামের এই মিউজিক্যাল ফিল্মটির দৃশ্য ধারণ করা হয়েছে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে। গানটির সুরকার ও গীতিকার এবং মিউজিক কম্পোজার শিল্পী শিহাব রিপন নিজেই। গানটির প্রসঙ্গে তিনি বলেন, “নিজের করা ধধকথা ও সুরে গান গাওয়ার আলাদা একটা আনন্দ আছে। খুব যত্নের সাথে আমি গানটির মিউজিক কম্পোজ করেছি। আশা করি, দর্শক গানটি খুব পছন্দ করবে। মিউজিক্যাল ফিল্মটির গল্প তৈরি ও দৃশ্যকল্প সাজিয়েছেন নির্মাতা আসাদুজ্জামান আজাদ।
তিনি বলেন, “গতানুগতিক ধারার বাইরে গিয়ে মিউজিক্যাল ফিল্মটি একটু ভিন্ন ধারায় নির্মান করার চেষ্টা করেছি। কেবল গান নয়, গানের উপর ভিত্তি করে নির্মিত গল্পটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি। আর সেজন্য গানের পাশাপাশি সংযোজিত হয়েছে, ডায়লগ ও ঘটনা। ফলে গানটি একটি পরিপূর্ণ ফিল্ম হয়ে উঠেছে। গানটির নাম আড়াল। আর এই আড়ালে লুকিয়ে ভালোবাসা ও রহস্যের গল্প নিয়ে দৃশ্যায়ন করেছি কাজটি।” মিউজিক্যাল ফিল্মটির বিষয়ে দীপান্বিতা রায় বলেন, “আসাদুজ্জামান আজাদ ভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ। খুবই আন্তরিকতার সাথে তিনি কাজটি করেছেন। আমরাও তাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছি। আমার সহশিল্পী শিমুলও কাজটির ব্যাপারে খুবই আন্তরিক ছিল। আমরা মিউজিক্যাল ফিল্মটি নিয়ে খুবই আশাবাদী। বিশেষ করে গানটির কথাগুলো এবং তার সঙ্গে সঙ্গতিপূর্ণ গল্পটি প্রেম, রোমাঞ্চ এবং রহস্য নিয়ে নির্মিত হয়েছে। আশা করি, মিউজিক্যাল ফিল্মটি দর্শক নন্দিত হবে।” মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ড্রীম স্টার এন্টারটেইনমেন্ট (Dream Star Entertainment DSE) এর ইউটিউব চ্যানেলে।