১৬,(জুলাই) বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ১৪তম কারাবন্দী দিবস। কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত কর্মসূচি'র অংশ হিসেবে দিনাজপুরের বিরলে উপজেলা মডেল মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা যুবলীগের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত মুসল্লীদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি যুবরাজ আব্দুল মালেক। অন্যদের মধ্যে উপস্থিত থেকে দোয়া মিলাদে অংশ গ্রহণ করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আক্তার হোসেন, যুবলীগের (ভারঃ) সাধারণ সম্পাদক, মিজানুর রহমান, সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম (মানিক), সাজ্জাদ হোসেন, খোরশেদ আলম, অর্থ সম্পাদক, রফিকুল ইসলাম, পৌর আঃলীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান ভুট্টু, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, সাধারণ সম্পাদক আল ইমরান (সানমুন) প্রমূখ। সহ উপজেলা যুবলীগের অন্যান নেতাকর্মী উপস্থিত ছিলেন। নামাজ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদের মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন, মডেল মসজিদের পেশ ইমাম আনসারুল ইসলাম। দোয়া ও মিলাত শেষে উপস্থিত মুসল্লীগণ সহ সকলের মাঝে যুবলীগের পক্ষ থেকে তোবারক বিতরণ করা হয়।