দিনব্যাপী জলিরপাড় ভূমি অফিসে ডিজিটাল ভূমি সেবায় বদলে যাচ্ছে দিনকাল

“ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী ভূমি সেবা প্রধান করেছেন জলিরপাড় ভূমি অফিস। মঙ্গলবার (২৩আগস্ট)২০২২ ইংরেজী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ভূমি অফিস চত্বরে দিনব্যাপী ভূমি সেবা উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার মো: জোবায়ের রহমান রাশেদ। ভূমিসেবা এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে।

দেশের যে কোন স্থানে এমনকি বিদেশে থেকেও নিজের মোবাইল থেকে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। ইতিমধ্যে ব্যাপক সাড়াও পাওয়া গেছে। প্রথম দিনেই হোল্ডিং রেজিষ্ট্রেশন করতে গ্রাহকদের ভীড় লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে অনলাইনে আবেদন করা সেবাগ্রহীতাদের নামজারীর খতিয়ান ও ডিসিআর প্রদান করা এবং কারেন্ট খাজনা নেয়া হচ্ছে বলে জানালেন মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: জোবায়ের রহমান রাশেদ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা,জলিরপাড় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা এস এম রকিব উদ্দিন, ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা লিপটন মন্ডল,গোহালা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা তৌহিদূর রহমান,উপজেলা ভূমি অফিস সহকারি আনিসুর রহমান, নাজির সমীর বিস্বাস, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু মিহির কান্তি রায়, ননীক্ষীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, হাজী আসাদুজ্জামান মিনা, ইউপি সদস্য জাফর শেখ, অফিস সহায়ক ইমরান শেখ, অফিস সহায়ক আবু সাঈদ দাড়িয়া,অফিস সহায়ক মৃত্যুঞ্জয় বিস্বাস,অফিস সহায়ক মিঠুন বৈদ্য,জলিরপাড় বাজার মালিক বণিক সমিতির সদস্যগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

দূরদূরান্ত হতে আগত সেবা গৃহীতাদের দুপুরের খাবার সহ চা-নাস্তা প্রধান ও গ্রহণ করে উপস্থিত সকল সেবা গৃহিতা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা এস এম রকিবউদ্দিন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে – বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জলিরপাড় ভূমি সহকারী কর্মকর্তা এসএম রকিবউদ্দিন সে লক্ষ্যে অফিসে আগত সকলকে হাসিমুখে সেবা দিয়ে যাচ্ছেন। সেবা গৃহীতাগণ এস এম রকিবউদ্দীনকে সাধুবাদ জ্ঞাপন করে জানান খাবারের মেনু ছিল উন্নত মানের চাউলের সাদা ভাত, ইলিশ মাছ,মুরগির গোস্ত,চিংড়ি মাছের করলা ভাজি, ডাল, সালাত,নাস্তায় ছিল চা,বিষ্কিট।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *