দামেরখন্ড সরকারী প্রাথমিক বিদ্যালেয় উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


বাগেরহাটের মোংলা উপজেলার দামেরখন্ড সরকারী প্রাথমিক বিদ্যালেয় ০২-১২-২০২০ বুধবার সকাল ১০ টার দিকে ‘উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিদ্যালয়ের উন্নয়ন অগ্রতির বিভিন্নদিক তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানটি অত্র বিদ্যালয়েয় সভাপতি লিপিকা গুপ্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতথী ছিলেন সহকারী থানা শিক্ষা অফিসার জনাব গুরুদাস বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন জনাব মধু সুদন হালদার উপস্থিত ছিলেন সহ- সভাপতিঃ পঙ্কজ রায়, প্রধান শিক্ষক এস কে খলিলুর রহমান(অত্র বিদ্যালয়), সহকারি শিক্ষক রিতা বিশ্বাস, স্বপন কুমার মজুমদার, বুলু রাণী মন্ডল, বাবলী রাণী সরকার উপস্থিত ছিলেন বাগেরহাট গণমাধ্যম মানবাধিকার সংস্থা (এনপিএস)’র সভাপতি, সাধারণ সম্পাদক, সহ- সাংগঠনিক সম্পাদক আরো অনেকে।