দামুড়হুদা মেহেরুন শিশু পার্কে সাহিত্য নিউ বাংলা ব্যান্ড সংগীত পরিবেশন করেন শরীফও সাথীকে সংবর্ধনা

 চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইব্রাহিমপুরে মেহেরুন পার্কে এক ব্যান্ড সংগীত ও ঐতিহ্যবাহি মেহেরুন শিশু পার্কে দিনব্যাপী কার্পাসডাঙ্গা থেকে সমাগত শীর্ষ সাহিত্য নিউ বাংলা ব্যান্ড সংগীত পরিবেশন করেছেন। শুক্রবার ১৩ নভেম্বর সকালে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বেতারের পর বাংলাদেশ টেলিভিশনে গীতিকার হিসেবে স্বীকৃতি পাওয়ায় কথা সাহিত্যেক শরীফ সাথীকে অনাড়ম্বর অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়। এবং পরে দিনব্যাপী কার্পাসডাঙ্গা শীর্ষ সাহিত্য নিউ বাংলা ব্যন্ড সংগীত অনুষ্ঠানে শরীফ সাথীর ছান্দনিক প্রাণবন্ত উপস্থাপনয় সুর সমারোহে মেহেরুন শিশু পার্ক মুখরিত করে তোলে তরুণ একঝাঁক উদিয়মান গুণী সংগীতশিল্পী ও সাহিত্যেকরা। উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে একে একে সংগীত পরিবেশন করেন কালু মল্লিক, আবুল কালাম, আবেদ খাঁন, আখতারুজ্জামান আকতার, সাদিকুর রহমান খোকন, আব্দুর রশীদ, সুজন বাউল, খোকন, শাহীন। বিভিন্ন বাদ্যযন্ত্রে সহযোগিতা করেছেন কী বোর্ডে আরিফ, প্যাডে রাজন,বাঁশিতে যাদুকরী সুর তুলেছেন মমিদুল ও ফারুক, বাংলা ঢোলে শরীফ ও মিন্টু, হারমোনিয়ামে আবুল কালাম। আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্সে শামিউল, সাইদুর, জসিম, শামীম, লিটন, রিপন,উজ্জ্বল, মাহফুজ, দেলওয়ার,ভুট্টা, রহমান, শত শত দর্শনার্থীরা উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটি সাফল্য করে তোলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *