দামুড়হুদা মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার ০৩

গতকাল মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর জনাব, মোঃ আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গার এর নিদের্শে এএস,আই মোঃ বিল্লাল হোসেন, এএস,আই মোঃ মসলেম উদ্দিন, সকলেই দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ জিআর-১৯৭/১৮ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ  ইসরাফিল বজলু (৩২), পিং-মৃত সামছুল হক,সাং-জয়রামপুর কলোনীপাড়া, জিআর-৩৯২/১৯ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ মোঃ হোসেন আলী (৩৫), পিতা- মৃত ওলি আহামেম্দ, গ্রাম- কাপাসডাঙ্গা, টিএনজিআর-৬৭/১৯ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ জিন্দার আলী, পিতা- শমসের আলী, গ্রাম- কাপার্সডাঙ্গা, সর্ব থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা। সর্বমোট ০৩ টি গ্রেফতারী করে ০৩ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image