চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় বাসস্ট্যান্ডে গণপরিবহনে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান করে এই সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। আজ রবিবার ৭শে ডিসেম্বর বৈকাল ৩ টার সময় দামুড়হুদার বাসস্ট্যান্ডে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় দামুড়হুদা বাসস্ট্যান্ডে গণপরিবহন ও পথচারী মানুষের মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে১৮৬০ সালের ১৮৮ ধারায় ছয়জন ব্যাক্তির কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। দ্বিতীয় দফা করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি নিশ্চিত করার লক্ষে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে অনুরোধ করেন। সহযোগিতায় ছিলেন সার্টিফিকেট সহকারী জিহান আলী সহ দামুড়হুদা মডেল থানার পুলিশের সর্বদায় সহযোগিতা করেন।