দামুড়হুদা উপজেলার সুবলপুরে ব্রীজের সামনে রাস্তা তৈরী করতে বালির বদলে তিন ভাগ মাটি ব্যবহার করার অভিযোগ
চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার সুবলপুরে ব্রীজের সামনে যে রাস্তা তৈরী করা হচ্ছে। এই রাস্তায় ফিলিং বালি দেওয়ার নামে, এখানে তিন ভাগ মাটি ও এক ভাগ বালি ব্যবহার করা হচ্ছে বলে জানান স্থানীয় লোকজন বলেন ঠিকাদার ক্ষমতাশীল দলের নেতার ভাই বলে এলাকার সচেতন মহল কিছু বলতে সাহস পাচ্ছে না, কিন্তু বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী বলেন গ্রাম কে শহরে পরিণতি করার অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী ঠিক গ্রাম কে শহর তৈরী করছে, এক শ্রেণির মানুষ সেটা রুপান্তর করা হচ্ছে না, এর কারণ এলাকায় যত কাজ করছে। তার মধ্যে উল্লেখ্য কয়েকটি রাস্তা ভালো তৈরী করা হয়েছে, আর যে কয়টি রাস্তা তৈরী করছে তার মধ্যে সুবলপুর ব্রীজের সামনের রাস্তাটি মূলত পাঁচ বছর ঠিক থাকবে কিনা, এখন শুধু দেখার বিষয়। যেমন সুবল পুর মানুষের একটাই দাবী ছিল, মাথাভাঙ্গা নদীর উপর দিয়ে একটা ব্রীজ স্থাপন করে যাতে দুই গ্রামের সাধারণ মানুষ চলাচল সুবিধা ভোগ করতে পারে। বহু পতিক্ষার পর হলেও ২ আসনের এম পি সাহেব হাজী আলী আজগর টগর দুই গ্রামের মানুষের আশা পূরণ করতে সক্ষম হয়েছে। তার জন্য দুই গ্রামের দোয়া করেন, বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রীজ টি এম পি সাহেব ২ আসনের হাজী আলী আজগর টগর গ্রাম বাসির মনের আশা পূরণ করেন। কিন্তু সেই সুবল পুর ব্রীজের সামনে যে রাস্তাটি তৈরী করা হচ্ছে এখানে নিম্ন মানের ইট ও বালির বদলে তিন ভাগ মাটি ব্যবহার করছে। তাই সুবল পুর ব্রীজের সামনে যে রাস্তা তৈরী করা হচ্ছে, এই রাস্তাটি উর্ধতম কতৃপক্ষ কর্মকর্তা ভালো করে তদন্ত কমিটি গঠন করে এই রাস্তাটি ব্যবহার যাতে দুই দশ বছর ভালো ভাবে গ্রাম বাসি চলতে পারে। এই রাস্তা তৈরী এমন ভাবে খারাপ তৈরী করছে গ্রামের সাধারণ মানুষ তারা ওদের ভয়ে মুখ খুলতে পারছে না, এর কারণ কি?