দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের রেলগেটের অদূরে ট্রেনে কাটা অজ্ঞাত এক যুবকের লাশ।


চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের রেলগেটের অদূরে ট্রেনে কাটা অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়ে। আজ সোমবার ২১ই ডিসেম্বর সকাল ১০ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃবলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকালে দুধপাতিলা রেলগেটের অদূরে অজ্ঞাত যুবকের বাম পা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়ও গ্রাম বাসি।
তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার কিছুক্ষন পরে তার মৃত্যু হয়। স্থানীয় যুবক একরামুল বলে, সকালে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় তার পা বিচ্ছিন্ন হয়, তার পরিচয় এখনও পাওয়া সম্ভব হয়নি। স্থানীয় ভ্যান চালক বলেন, সকালে ট্রেনে কেটে বড় দুধপাতিলা রেলওয়ে গেটের একটু দূরে পড়েছিল।
তার বাম পা বিচ্ছিন ছিল। আমার ভ্যানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। তবে কোন ট্রেনে এঘটনা ঘটেছে সঠিক ভাবে জানা যায়নি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, তার বাম পা বিচ্ছিন্ন হওয়ার কারণে পচুর ।
রক্তক্ষরনের কারণে হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়। পুরাদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা রেলওয়ে গেটের অদূরে অজ্ঞাত এক যুবক ট্রেনে কেটে মৃত্যু হওয়ার কারণে,মৃতদেহ ময়নাতদন্ত শেষে সরকারি নিয়ম অনুষারে তার দাফন সম্পন্ন করা হয়।