দামুড়হুদায় শ্যালোইঞ্জিনচালিত গাড়ী উল্টে খাদে পড়ে নাপিতখালি গ্রামের আশাদুল হক নিহত।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামে শ্যালোইঞ্জিনচালিত একটি গাড়ী উল্টে খাদে পড়ে ইটভাটা শ্রমিক আশাদুল হক (৫০) নিহত হয়। আশাদুল হক উপজেলার নাপিতখালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও দেউলি দেশ ইটভাটার শ্রমিক। আজ মঙ্গলবার ১০ই নভেম্বর। সকাল আট ঘটিকার সময় শ্যালোইঞ্জিনচালিত গাড়িতে যাচ্ছিলেন এমন সময় গাড়িটা উল্টে খাদে পড়ে যায়, এবং আশাদুল হক গাড়ির নীচে পড়ে ঘটনা স্থলে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে আশাদুল পায়ে হেঁটে ইটভাটায় যাচ্ছিল। এ সময় সে দেউলি-বদনপুর গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে একই দিক থেকে আসা একই গ্রামের বিল্লাল হোসেন শ্যালোইঞ্জিনচালিত একটি গাড়িতে ওঠে। দেউলি গ্রামে কাছাকাছি এসে ওই গাড়িটি সড়কের ধারের খাদে উল্টে পড়ে যায়। সড়কের ধারের খাদের গাইড ওয়ালের ওপর পড়ে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ও দেউলি গ্রামে মেন রাস্তার পাশে ভুমিদৃষ্যরা মাটি বালি উত্তোলন করে রাস্তার দুই পাশে বড়, বড় গর্ত হওয়ার কারণে এমন অবস্থা প্রায় গাড়িতে হয়। কিন্তু ভুমিষ্যরা এত শক্তিশালী হওয়ায় গ্রাম বাসি কিছু না বলতে পারায় আজ জীবন দিতে হলো ইট ভাটা শ্রমিকে।