দামুড়হুদার ফকিরপাড়া জামে মসজিদের ছাদ ঢালায় কাজের উদ্বোধন করে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান


চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ায় জামে মসজিদের ছাদ ঢালায় কাজের শুভ উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে দামুড়হুদা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের পুরাতন জামে মসজিদের ২য় তলার ছাদ ঢালায় কাজের শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তারুণ্যের অহংকার জননেতা জনাব মোঃ আলী মুনছুর বাবু, এসময় আরোও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ হযরত আলী, মসজিদ কমিটির সভাপতি মোঃ গোলাম হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন টিকু, মসজিদের ইমাম মুফতি মোঃ মাহামুদুল হাসানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাধারণ গ্রাম বাসি উপস্থিত ছিলেন।