দামুড়হুদার চিৎলা গোবিন্দহুদায় গ্রামে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
আজ চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার চিৎলা গোবিন্দহুদায় গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান চালান এই সময় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার অপরাধে বেশ কয়েকটি মানুষের স্বাস্থ্য বিধিমালা না করার জন্য, ২১০০ শত টাকা জরিমানা করেন। আজ বুধবার ৯ ডিসেম্বর বেলা ২ টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার অপরাধে এবং দোকানে ট্রেড লাইসেন্স না থাকার কারণে বেশ কয় একজনকে মোট ২১ শত টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এসময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলারা রহমান বলেন, শীত মওসুমে আরও ব্যাপকভাবে সংক্রমণের আশংকা আছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষে থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন সাটিফিকেট সহকারী জিহন আলী, অফিস সহায়ক খায়রুল কবির দিনার সহ দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যরা।