দর্শনা বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের ৬ ব্যাক্তিকে জরিমানা,

 চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা বাস স্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে অপরিচ্ছন্ন পরিবেশে হোটেল পরিচালনা করা এবং করোনা ভাইরাস প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬ জনকে, দুই হাজার তিনশত টাকা জরিমানা করা হয়। আজ রবিবার ১৫ই নভেম্বর বেলা ১২ দিকে এই অভিযান করলে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধাণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর নেতৃত্ব দর্শনা বাসস্ট্যান্ডে এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে হোটেল অপরিষ্কার থাকার অপরাধে মোট জন ব্যাক্তির কাছ থেকে ২,৩০০/= ( দুই হাজার তিনশত) টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।পরিস্কার পরিচ্ছন্নতা পরিবেশে হোটেল পরিচালনা করা ও সাস্থ্য বিধি মেনে চলাফেরা করার জন্য অনুরোধ করেন, এবং জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। এ সময় ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন পেশকার মো : জিহন আলী সহ দর্শনা থানার পুলিশের একটি টিম।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *