দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজা সহ মাদক ব্যাবসায়ি আটক।
চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজা সহ মাদক ব্যাবসায়ি মিলন ১৯ নামে এক যুবককে আটক করেন দর্শনা থানার পুলিশ। চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলামের দীক নির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহাবুবুর রহমানের নেতৃত্বে আজ শনিবার ৯ই জানুয়ারী সকাল ১১ টার সময় দর্শনা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃসাইফুল ইসলাম, এএসআই / মোঃমহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামস্থ কামারপাড়ায় মাদক বিরোধী অভিযান চালান। এ সময় দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামস্থ কামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে আম গাছের নিচ থেকে দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা মাঝপাড়া’র মোঃ মঞ্জুর আলীর ছেলে মিলন হোসেন কে আটক করে পুলিশ। এবং আটককৃত আসামির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করেন। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।