দর্শনা স্টেশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০। এবার এর প্রতিপাদ্য ‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি’। এ স্লোগান কে সামনে রেখে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, দর্শনা। তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। এ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন দর্শনার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার জাফর বলেন এবারের সপ্তাহ পালনের মূল লক্ষ্য জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ফায়ার সার্ভিসের কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা।এ উদ্দেশ্য বাস্তবায়নে তিন দিনব্যাপী সারাদেশে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা স্টেশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা গন।