ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। জানাযায়, ত্রিশালের বৈলর কালির বাজার এলাকায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি প্রাইভেটকার অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই অটো ভ্যানচালক নিহত হন এবং আশঙ্কাজনক অবস্থায় অটোভ্যানে থাকা যাত্রী কাঁচামাল ব্যবসায়ী আতিকুলকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।নিহত অটো ভ্যান চালক মোঃ সৈয়দ আলী (৪৮) সিংরাইল গ্রাম কাঠাল ইউনিয়নের মৃত আব্দুল গনির ছেলে। অন্যজন কাচামাল ব্যাবসায়ী আতিকুল (৫০) বনগ্রামের পীরবক্স মিয়ার ছেলে। ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন এবং প্রাইভেটকারটি আটক করা হয়েছে। তবে প্রাইভেটকার চালককে গ্রেফতারের জন্য অভিযান চলছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *