প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৮:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২১, ৬:৩৩ অপরাহ্ণ
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ময়মনসিংহ জেলার ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ত্রিশালের বালিপাড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হওয়ার ঘটনাটি ঘটেছে। এব্যাপারে স্থানীয়রা ও পুলিশ জানায়,উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কে বালিপাড়া পয়েন্ট রোড মোড় এলাকায় আজ বৃহস্পতিবার দুপুর বারটার সময় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী ঘঠনাস্থলেই মৃত্যুবরণ করেন। পড়ে ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত সাগর মিয়া বালিপাড়া পাটুলি গিয়াস উদ্দিনের ছেলে। ত্রিশাল থানার উপ-পরিদর্শক আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত