ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের শিশু বাচ্চা সহ ৩ জন নিহত

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের শিশু বাচ্চা সহ ৩ জন নিহত

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের শিশু বাচ্চা সহ তিনজন নিহত হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে বেগুনবোঝাই একটি পিকআপ ভ্যানে অন্য একটি গাড়ির ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন পিকআপের চালক। নিহতরা হলেন আমিনুল ইসলাম (৩৬), তাঁর বোন নাজমা খাতুন (৩২) ও নাজমা খাতুনের মেয়ে লালমনি (৭)। নিহতরা সবাই শেরপুর সদর উপজেলার বাঘের চর গ্রামের বাসিন্দা।

গতকাল রবিবার দিবাগত রাত ১২টার পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে পিকআপকে ধাক্কা দেওয়া গাড়িটির কোনো হদিস পাওয়া যায়নি। পুলিশের ধারণা, পিকআপ ভ্যানকে ধাক্কা দেওয়ার পর ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। ত্রিশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. তোফাজ্জল হোসেন জানান,বেগুনবোঝাই একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথে ত্রিশালের রায়মনি এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *