ময়মনসিংহের ত্রিশালে চিন্হত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত ইয়াসিন আলী হত্যার প্রতিবাদ ও খুনীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছ ধানীখোলা ইউনিয়নের চার গ্রামের জনসাধারণ। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ধানীখোলা ইউনিয়নের ধানীখোলা-কাটাখালী সড়ক অবরোধ করে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে ব্কতব্য রাখেন, ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্জুরুল হক তালুকদার, আবু তাহের বি এস সি, সাবেক ইউপি সদস্য আঃ রহমান দুলাল, কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য কামাল হোসেন, নিহত ইয়াসিন আলীর বড় ভাই শফিকুল ইসলাম প্রমূখ। কাটাখালী এলাকার ইয়াসিন আলীকে স্থানীয় বঙ্গবন্ধু বাজারে ইকবাল হোসেন ও তার সহোদর দুই ভাই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ৩৩দিন চিকিৎসার পর ২৯ আগস্ট ইয়াসিন আলী মৃত্যুবরণ করেন। ২৭ জুলাই ইয়াসিন আলীর বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা করলে প্রায় দুই মাসেও পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।