তোমার হাসি


হাসলে তুমি চাঁদের
আলো
কাঁদলে তুমি বৃষ্টি,
হাসলে তুমি ঝর্ণাধারা
কাঁদলে অনাসৃষ্টি।
হাসলে তুমি দারুন
লাগে
লাগে তোমায় ভালো,
সেই হাসিতে পাই যে আমি
হাজার তাঁরার আলো।
কেন তুমি হাসো না
গো
কাঁদো সারাক্ষণ,
তুমি কাঁদলে মন যে
আমার
করে কেমন কেমন।
তুমি আমার বন্ধু জানি
হাসবে সারাক্ষণ,
কাঁদলে তুমি থাকবে না
যে
আমার এ জীবন।
ভুলবো না গো তোমার
হাসি
রাখবো মনে আজীবন।