প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২২, ৯:২১ অপরাহ্ণ
তৃতীয়বারের ন্যায় গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন সাইফুল ইসলাম
গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয় এর কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয় এর সভাপতিত্বে জেলার সকল ইউনিটের ইনচার্জগণ এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনার পাশাপাশি মামলার অগ্রগতি, ওয়ারেন্ট নিষ্পত্তি, বিট পুলিশিং ও জেলা পুলিশের অন্যান্য রুটিন ওয়ার্ক নিয়ে আলোচনা করে সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়া সভায় বিগত মাসে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন পদ মর্যদায় পুলিশ অফিসারকে সনদপত্র, ক্রেস্ট এবং অর্থ পুরস্কারে পুরস্কৃত করেন। তন্মধ্য কাশিয়ানী থানায় কর্মরত এস আই সাইফুল ইসলাম কে গোপালগঞ্জের শ্রেষ্ঠ এস আই হিসাবে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা এস আই সাইফুল ইসলাম জানান এর আগেও তিনি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গোপালগঞ্জের মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ এস আই ও বিট অফিসার হিসেবে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে অর্থ এবং সনদপত্রে পুরস্কৃত হন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত