তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী,বৃত্তি ও কৃতি সন্তানদের সম্মাননা প্রদান

১০ ডিসেম্বর রবিবার নরসিংদীর শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের কামারটেকে অবস্থিত তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী,বৃত্তি প্রদান, কৃতি সন্তান সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩খ্রি: একাডেমির মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম বশির এর সার্বিক তত্ত্বাবধানে এবং সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন একাডেমির প্রধান উপদেষ্টা নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।

সম্মাননা প্রাপ্ত অত্র এলাকার কৃতি সন্তানরা হলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পরিসংখ্যান) ড.মোঃ আমির হোসেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব আলমগীর হুছাইন,জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহম্মেদ, জি এম এস ইন্টারন্যাশনাল এর পরিচালক মোঃ শওকত হোসেন ভূঞা ও প্রাণী সম্পদ বিভাগের সহকারী পরিচালক ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ৬০ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে এককালীন বৃত্তি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নূর মোঃ রুহুল সগীর, উপজেলা একাডেমিক সুপার ভাইজার গিয়াস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান কৃতজ্ঞতায় ছিলেন একাডেমির দাতা সদস্য বিলকিস আক্তার, শুভেচ্ছান্তে ছিলেন একাডেমির প্রধান শিক্ষক সজল চন্দ্র পাল। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন খ্যাতিমান শিল্পীগন সঙ্গীত পরিবেশন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *