তারাকান্দায় ট্রাকের চাপায় দুই নারী যাত্রী নিহত
ময়মনসিংহের তারাকান্দায় বালুবোঝাই ট্রাকের চাপায় তেলে চালিত অটোরিকশার দুইজন নারী যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ দর্ঘটনাটি ঘঠে এতে আহত হয়েছেন আরও অন্তত চারজন যাত্রী।
নিহতরা হলেন- রহিমা খাতুন ও মাজেদা বেগম। দুজনের বয়স ৫০ এর ওপরে। মাজেদার বাড়ি গৌরীপুরের কাউরাট গ্রামে। রহিমার ঠিকানা শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার সাধুপাড়া নামক স্থানে বালু বোঝাই ট্রাক একটি যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে নেত্রকোনাগামী অটোরিকশার ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত অবস্থায় অন্তত ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় একঘণ্টা নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখেন। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাভিক করে।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সড়কে যান চলাচল স্বাভাভিক করা হয়।