প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২০, ১০:০১ অপরাহ্ণ
তানোরে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ৫।
রাজশাহীর তানোরে ২০০০ (দুই হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট ও ত্রিশ বোতল ফেন্সিডিলসহ দুই জনসহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার মাহমুদুল হাসানের নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানের নেতৃত্বে এদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-চাঁপাইনবাবগন্জ জেলার শিবগন্জ উপজেলার ছোট হাদিনগর গ্রামের মৃত কফিল উদ্দিন মেম্বারের পুত্র জিয়াউর রহমান (৩৩) এবং শ্যামপুর গ্রামের মৃত নকিমুদ্দিন বিশ্বাসের পুত্র শফিকুল ইসলাম কাজল(৩৯)। এছাড়াও গ্রেফতারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধে আরো তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-তানোর উপজেলার তালন্দ উপর পাড়া গ্রামের মৃত চরন টুডুর পুত্র নিপেন টুডু (৪০) তাঁর কাছে থেকে প্রায় ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এদিকে গ্রেফতারি পরোয়ানার আসামি উপজেলার কামারগা ইউপির বারঘরিয়া গ্রামের কালাম মোল্লার পুত্র বাদল এবং মাসিন্দা পশ্চিমপাড়া গ্রামের আলতাব হোসেনের পুত্র আকরাম আলী ওরফে লিটনকে (৩৫) আটক করে গ্রেফতারপূবর্ক বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে কোট অদালতে প্রেরণ করেছেন পুলিশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত