ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে এক শিক্ষার্থী মারা গেছেন। আজ সোমবার বিকেলের দিকে হলের ১৬৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম শেখ মঞ্জুরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। শারীরিক অসুস্থ তা আর আর্থিক অনাটনের কারণে সে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার রুমমেটদর সাথে কথা বলে জানা যায় সে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ ছিলো না।করোনাকালীন সময়ে তার বাবা মারা গেছেন ।তার হাতে মৃত্যু শব্দ বার বার (৩বার) লেখা ছিলো।নিজ কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়েছিল সে সময় কেউ রুমে ছিলো না। সন্ধ্যায় শাহবাগ পুলিশ লাশ গ্রহন করেছে এবং তার বন্ধু বান্ধব কে জিজ্ঞাসাবাদ করছে।

বিষয়টি নিশ্চিত করে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন বলেন, হলের একটি রুমে ওই শিক্ষার্থী মারা গেছে বলে জানতে পেরেছি। এরচেয়ে বেশি কিছু আপাতত জানা নেই। আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *