বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের দুই পুলিশ কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) ঢাকা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
বিদায় সংবর্ধনায় গাজীপুর জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম (সেবা) এবং ঢাকা রেঞ্জ ডিআইজি'র কার্যালয় হতে সদ্য বিদায়ী সহকারী পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন-দের সম্মানার্থে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করেন ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
এসময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান সহ রেঞ্জ কার্যালয়ে কর্মরত অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩ জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।