ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে “সুশাসন বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার মহোদয়ের সভাপতিত্বে “সুশাসন বিষয়ক সভা” অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান ডেভলপমেন্ট মিডিয়া, এটুআই , তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব সিনিয়র স্ট্রাটেজিক এডভাইজার, মিজ কামরুন নাহার।
উক্ত সেমিনারে তিনি “উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা” বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। এসময় ঢাকা বিভাগের সকল জেলার জেলা প্রশাসক সহ অত্র বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।