ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হেফাজত মহাসচিব কাসেমী।
এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয় বলে হেফাজত ইসলামের সহ- সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ আমিন জানান।
ঠাণ্ডা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন ৭৫ বছর বয়সী কাসেমীকে। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
আতাউল্লাহ আমিন জানান, তাদের মহাসচিবের ঠাণ্ডা ও শ্বাসকষ্টের সমস্যা থাকলেও করোনাভাইরাস পরীক্ষার ফলাফল ‘নেগেটিভ’ ছিল।
১৯৪৫ সালের ১০ জানুয়ারি জন্ম নেওয়া নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল-হাইয়া বোর্ডেরও কো-চেয়ারম্যান ছিলেন।
হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে তিনি কওমি মাদ্রাসাভিত্তিক এ সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতির দায়িত্ব পালন করছিলেন। গত ১৫ নভেম্বর নতুন কেন্দ্রীয় কমিটি হলে সেখানে তাকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।