ডিমওয়ালা মাছ রক্ষায় কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান
আজ ( ০২.০৯.২০২০) মঈলবার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় হাটে ভ্রামম্যান আদালত পরিচালনা করে নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেন কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) জনাব আতিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলার মৎস কর্মকর্তা জনাব শাহাজান সিরাজ অপু। জব্দকৃত কারেন্ট জালের বাজার মুল্য আনুমানিক প্রায় ১ লক্ষ ৫ হাজার টাকা।। এসময় নিষিদ্ধ কারেন্টজাল বিক্রিকারী ৪ জনকে জালসহ আটক করা হয় এবং আটক ৪ জনের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুসারে ৩ হাজার টাকা করে মোট ১২০০০/( বারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।। এ সময় আরো উপস্তিত ছিলেন কাশিয়ানী আওতাধীন রামদিয়া পুলিশ ফাড়ির সদস্যবৃন্দ।। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।।