ডিবি পুলিশের অভিযানে সুন্দরগঞ্জে মাদক কারবারী গ্রেফতার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে ১’শ ২০টি ইয়াবা ট্যাবলেটসহ নূরুন্নবী মিয়া (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। থানা সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টীম অভিযান চালিয়ে উক্ত চৌরাস্তা মোড়ের রফিকুল ইসলামের চায়ের দোকানের পাশ থেকে মাদক ব্যবসায়ী নুরুন্নবীকে গ্রেপ্তার করেন। এসময় অন্যান্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত নুরুন্নবী মিয়া কাপাসিয়া ইউনিয়নের কালাইসোতা চরের আবুল কাশেমের ছেলে। এব্যাপারে ডিবি পুলিশের পক্ষে এসআই আব্দুল গোফ্ফার বাদী হয়ে অজ্ঞাত নামা ৫ জনসহ ৬ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেছেন বলে থানার ডিউটি অফিসার শাহনাজ আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।